বিধায়ক তহবিলের টাকা বৃদ্ধির আবেদন করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক পরশ দত্ত। শনিবার বিধানসভায় বাজেট আলোচনায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “বিধায়করা বার্ষিক ৬০ লাখ টাকা করে পান এলাকা উন্নয়নের জন্য। সেটাকে বাড়িতে ১ কোটি টাকা করার আবেদন করছি।”
তৃণমূল বিধায়ক-এর এই দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী বিধায়করাও। যদিও যখন এই দাবি করেন পরশ দত্ত সেই সময় বিধানসভা কক্ষের মধ্যে ছিলেন না অর্থমন্ত্রী।
আরও পড়ুন-সাধারণ মানুষের দাবি পূরণ! সপ্তাহে ২দিনের পরিবর্তে ৫দিন চলবে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস





























































































































