শান্তিপূর্ণ CAA- বিরোধিতা কখনই দেশদ্রোহিতা নয়, বম্বে হাইকোর্ট

0
2

“শান্তিপূর্ণ ভাবে যে কেউ যে কোনও আইনের বিরোধিতা করতেই পারেন৷ আইনের বিরোধিতা করলেই তাঁকে বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী বলা যায় না।” জানিয়ে দিল বম্বে হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, CAA বা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না, এমন হতে পারে না। যারা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করছেন, তাঁদের স্বার্থরক্ষাও আদালতের দায়িত্বের মধ্যে পড়ে।’
আদালত বলেছে, ‘আমাদের ভুললে চলবে না যে অহিংস আন্দোলনের মাধ্যমেই এই দেশ স্বাধীনতা অর্জন করেছে।’ হাইকোর্টের পর্যবেক্ষণ, “এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখনও এই দেশের মানুষকে তাদের নিজেদের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ করতে হয়। আমরা ভাগ্যবান যে এই এখনও পর্যন্ত এই দেশের বেশিরভাগ মানুষ অহিংস আন্দোলনে বিশ্বাসী।’