করোনা-মৃত্যু এবার এশিয়ার বাইরেও

0
3

কোভিড ১৯ বা নভেল করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা এবার ইউরোপের ফ্রান্সে। এই প্রথম এই ভাইরাসে মৃত্যুর খবর এল এশিয়ার বাইরের দেশ থেকে। ফলে আতঙ্ক ক্রমবর্ধমান। চিনে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫২৩। চিন ছাড়াও এশিয়ার ফিলিপিনস, হংকং ও জাপানে তিনজন মারা গিয়েছেন। এশিয়া ছাড়িয়ে এবার ইউরোপে করোনা-মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিন থেকে আসা এক মধ্যবয়সী পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ কোভিড ১৯।