শাহিনবাগের প্রতিবাদীরা কি কাল দাবি জানাতে অমিত শাহের বাড়ি যাচ্ছেন?

0
1

দুদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, নাগরিকত্ব আইন নিয়ে কারুর অভিযোগ থাকলে তিনি তার সঙ্গে আলোচনায় রাজি। দিল্লির শাহিনবাগের প্রতিবাদীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তিনি দুদিনের মধ্যেই সময় দিয়ে দেবেন। আলোচনায় বসে সিএএ-ধোঁয়াশা দূর করতে রাজি তিনি। শাহের এই বক্তব্যের পর শনিবার শাহিনবাগ আন্দোলনের উদ্যোক্তারা জানালেন, রবিবার অমিত শাহের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন শাহিনবাগে ধরনারত মহিলাদের প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের আন্দোলনের দাবিসনদ তুলে দেওয়া হবে। আন্দোলনকারীদের মূল দাবি, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন রদ করুক কেন্দ্র। কারণ এই আইন ধর্মনিরপেক্ষতার বিরোধী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এরপরই প্রাথমিকভাবে জানানো হয়েছে, এরকম কোনও সাক্ষাতের খবর এই মুহূর্তে নেই।

আরও পড়ুন-কোভিড ১৯: চিনে মৃত্যু ছাড়াল ১৫২৩, জাপানে আটকে তিন আক্রান্ত ভারতীয়