নয়া আতঙ্ক ইয়ারা ভাইরাস!

0
5

আর এক আতঙ্ক। করোনায় রক্ষা নেই, আর এক ইয়ারা ভাইরাস। এবার ব্রাজিল। এই ভাইরাস নাকি জলাশয় বা হ্রদ থেকে আসছে।

ব্রাজিল সরকার জানাচ্ছে ইয়ারা ভাইরাস দেশে নতুন। করোনা আতঙ্কের মাঝে এই নয়া ভাইরাস নিয়ে কোনও ধারণাই নেই ব্রাজিল স্বাস্থ্য দফতরের। এই ভাইরাস কতখানি মারাত্মক এবং প্রাণহানির সম্ভাবনা কতখানি, সে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ইয়ারা ভাইরাসের সঙ্গে অনেকটাই মিল রয়েছে অ্যাময়বা ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র প্রতিনিধিরা ব্রাজিল যাচ্ছেন বলে খবর।