দিল্লির হারে মোদি-অমিতকেই কাঠগড়ায় তুললেন দলের সাংসদ!

0
3

দিল্লির ভোটে গেরুয়া বাহিনী পর্যুদস্ত হওয়ার পর ফের মুখ খুললেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। ট্যুইটে সরাসরি দলের নেতৃত্বকেই কাঠগড়ায় তুললেন। কার্যত মোদি-অমিত শাহের স্ট্র‍্যাটেজি নিয়েই প্রশ্ন তুললেন। পাল্টা জবাব দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

ট্যুইটে স্বপন বলেছেন, শুধু মোদি-অমিতের মুখ দেখিয়ে ভোটে জেতা যায় না। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে ভোটে নামা উচিত ছিল। আদর্শগত নয়, উন্নয়ন ইস্যু নিয়ে প্রচারে যেতে হতো। সারা বছর মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে থাকতে হতো। মোদি-অমিতের মুখ দেখিয়ে কাজ হবে না। বার্তার আর এক লক্ষ্য যে রাজ্য বিজেপি তা বলার অপেক্ষা রাখে না। তাই জবাবে দিলীপ ঘোষের সাফ কথা, অনেকে অনেক কথা বলবেন। কিন্তু রাস্তায় নেমে কাজ করতে হবে। আমরা কখনই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে ভোটে যাই না। রাজ্যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। সংগঠনও খুব ভাল। আর মোদি-অমিত শাহকে নিয়ে উনি যা বলছেন, তার জবাব দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব।