বিতর্কের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে বাবুলকে গুরুদায়িত্ব দিলেন রেলমন্ত্রী

0
3

অবশেষে উদ্বোধন হলো বহু আলোচিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর সঙ্গে ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। উদ্বোধনের পর তাঁরা দু’জনেই মেট্রো ও পূর্ব রেল আধিকারিকদের সঙ্গে অত্যাধুনিক স্টেশন পরিদর্শন করেন।

এদিকে মুখ্যমন্ত্রীকে আগে থেকে আমন্ত্রণ না জানানোয় রাজ্য সরকার কিংবা বিধাননগর পুরনিগমের কোনও জন প্রতিনিধি বা আধিকারিক এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন না। ফলে কেন্দ্রীয় মন্ত্রিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান যতই জমকালো হোক না কেন, তা কিন্তু বিতর্কিত হয়ে রইল। সাক্ষী রইল অসৌজন্যতার।

বাবুল সুপ্রিয় অবশ্য বিষয়টি একেবারে এড়িয়ে না গিয়ে ছোট করে উত্থাপন করেন। তিনি বলেন, “এতো সুন্দর একটা অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি থাকলে ভালো লাগত।”

কেন্দ্রীয় রেনমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “কলকাতায় যখনই আসি ভালো লাগে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এখানকার ভূমিপুত্র, তাই আরও বেশি করে পশ্চিমবঙ্গকে ভালো লাগে।
বাবুলের সঙ্গে দেখা হলেই ও কলকাতায় আসার আবদার করে। রেল প্রকল্পগুলি দেখে যেতে বলে।”

এরপরই মঞ্চ থেকে রেলমন্ত্রী বাংলা থেকে দলীয় সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মেট্রো প্রকল্পগুলি দেখাশুনা করার গুরু দায়িত্ব দেন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর জন্য বাবুলকে বলেন। ভারতীয় রেলের পাশে থাকার জন্য বাবুল সুপ্রিয়কে ধন্যবাদও জানান রেলমন্ত্রী।

প্রাথমিক পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুণাময়ী পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আগামীকাল শুক্রবার থেকেই জনসাধারণের জন্য খুলে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দরজা।