কোনও সংস্থা থেকে চাকরি ছেড়ে যদি অন্যত্র যোগ দেন তবে নিজেই চাকরি ছাড়ার তারিখ অনলাইনে ইপিএফও-র পোর্টালে যুক্ত করতে পারবেন।নিয়ম অনুযায়ী যে কোনও চাকরি ছাড়লে সেই তথ্য ইপিএফও-র পোর্টালে জানাতে হয়। এতদিন চাকরিদাতাই ইপিএফও-কে এই তথ্য জানিয়ে দিত। কিন্তু চাকরিদাতার ঢিলেমির জন্য অনেক সময়েই দেরি করে এই কাজ করায় সমস্যা পরতে হয় গ্রাহকদের। তাই এবার নিজের কাজ নিজে করার সুযোগ করে দিল ইপিএফও। উল্লেখ্য, কেই চাকরি ছাড়ার পরে দু’মাসের মধ্যে কোথাও যোগ দিতে না পারলে জমানো টাকা তুলে নেওয়া যায়। সেই কাজটা এখন আরও সহজ হয়ে গেল।সেই কাজও এখন থেকে অনলাইনে ঘরে বলে করা যাবে।