বাঁকুড়ার পরে দুর্গাপুরে- প্রশাসনিক বৈঠকে কড়া প্রশাসকের ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, দুর্গাপুরের বৈঠকে প্রত্যক দফতরের কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। সেখানে উচ্চশিক্ষা সহ বিভিন্ন দফতরে বিভিন্ন কাজ ও সমস্যার সমাধান বকেয়া আছে বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। রীতিমতো ধমক দিয়ে সময় সীমা বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন দ্রুত পরিস্থিতি দেখে বকেয়া কাজ শেষ করতে।
বৈঠকে বাসে উঠতে না পারা নিয়ে অভিযোগ জানানো হয়। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার জন্য পরিবহন নিগমকে নির্দেশ দেন। এমনকী, প্রয়োজনে বাসের লাইসেন্স বাতিল করারও কথায় বলেন মমতা।
বাঁকুড়াতেও ঠিকাদার ও পিডব্লিউডি-র কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন কড়া দাওয়াইয়ের নিদান। এদিনও, উন্নয়নের কাজে যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সরকারের উন্নয়নমূলক কাজ রাজ্যের মানুষের কাছে পৌঁছতে তৎপর হতে হবে আধিকারিকদের।
আরও পড়ুন-খোঁজ মিলল আসুরা বিবির, বয়ান বদল ঘিরে নতুন করে চাঞ্চল্য






























































































































