ঐশীকে সামনে রেখে পথে প্রতিবাদে বামেরা

0
2

জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে সামনে রেখে সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করল বামেরা। বৃহস্পতিবার, ক্যাম্পাসের ভিতরে অনুমতি না পেয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সভা করেন ঐশী ঘোষ। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন বাম ছাত্র, নেতা ও মনোভাবাপন্ন ব্যক্তিরা। প্রথম সারিতে ছিলেন পরিচালক তরুণ মজুমদার, নাট্যকার চন্দন সেন, অভিনেতা বিমল চক্রবর্তী সহ বিশিষ্টরা। মিছিলের একদম শেষের দিকে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতৃত্বরা। এদিনের মিছিলে ছিল না কোনও দলীয় পতাকা। জাতীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলান পড়ুয়া থেকে সাধারণ মানুষ। হাতে ছিল ভগৎ সিং সহ কাজি নজরুল ইসলামের মতো বাংলার মণীষীদের ছবি। ঐশি ঘোষ বলেন, দেশের মধ্যে বিভেদ হতে দেব না। এনআরসি, সিএএ নিয়ে কোনও উত্তর দেব না, কাগজ দেখাব না।