নজিরবিহীন নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজনীতিতে অপরাধীদের অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যেই এই নির্দেশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফৌজদারি মামলা আছে এমন ব্যক্তিদের প্রার্থী করলে অভিযোগ সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য ও প্রার্থী করার কারণ বিশদে জানাতে হবে রাজনৈতিক দলের ওয়েবসাইটে। ফৌজদারি অপরাধ থাকা সত্ত্বেও কী কারণে তাকে প্রার্থী করা হচ্ছে তাও জানাতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীর ফৌজদারি মামলার তালিকা সহ প্রার্থী করার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনেও। সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রার্থীর পূর্ণাঙ্গ তথ্য ও যোগ্যতা জানাতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।