সিঁথি থানা কাণ্ডে ফের চাঞ্চল্যকর মোড়।বৃহস্পতিবার বয়ান বদল করলেন ‘মারধর’-এর একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরা বিবি। ২৪ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার খোঁজ মেলে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরা বিবির। আর তারপরই ১৮০ ডিগ্রি ঘুরে বয়ান বদল করলেন আসুরা বিবি।যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, রাতেই আসুরা বিবিকে উদ্ধার করে টালা থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে রাত্রিবাসে নিয়ে যাওয়া হয় তাঁকে।
অন্যদিকে ‘ভয়ে লুকিয়ে ছিলাম’, আসুরা বিবির এই মন্তব্যকে নাকচ করে দিয়েছে মৃত রাজকুমার সাউয়ের পরিবার। তাদের দাবি, পুলিশ অথবা কোনও প্রভাবশালীর চাপেই বয়ান বদল করেছেন মহিলা। সেকারণে পুলিশের তদন্তে তাঁদের আর কোনও আস্থা নেই।এরই পাশাপাশি, বুধবার রাত থেকেই আসুরা বিবির বাসস্থান পাইকপাড়ার রাত্রিবাসে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আজ শিয়ালদহ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেবেন আসুরা বিবি।
এমনকি প্রশ্ন উঠেছে, সিঁথি থানার যে ঘরে ব্যবসায়ী রাজকুমার সাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলল, সেই ঘরে কী সিসিটিভি ছিল ?কিন্তু তদন্তের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে তদন্তকারীদের। কারণ, যে ঘরে গোটা ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। অর্থাৎ যে গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে তার প্রত্যক্ষ কোনও প্রমাণ নেই। তাহলে কী হয়েছিল সেই ঘরে ? কী কারণে মৃত্যু হল রাজকুমারের তা নিয়ে ধন্দে পুলিশ। এই অবস্থায় তদন্তকারীদের কাছে একমাত্র ভরসা ময়নাতদন্ত রিপোর্ট। কারণ ওই রিপোর্টই বলে দিতে পারে মৃত্যুর আসল কারণ। চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি।
মঙ্গলবার ময়নাতদন্ত হলেও যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাই এক্ষেত্রে প্রাথমিক রিপোর্ট পুলিশকে জানানো হয়নি। কাস্টডিয়াল ডেথের ক্ষেত্রে নিয়ম মেনে ময়নাতদন্তের সময় পুলিশকেও রাখা হয়নি। তিনজন ডাক্তারের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে। কী ভাবে মৃত্যু সে ব্যাপারে তিন ডাক্তার সম্মত হওয়ার পর চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে। প্রসঙ্গত, থানার লকআপে তুলে নিয়ে গিয়ে ‘মারধরের’ চোটে মৃত্যু হয়েছে রাজকুমার সাউয়ের। এমনই অভিযোগ করে মৃতের পরিবার। রাজকুমার সাউয়ের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে পথে নামে বিজেপিও। তড়িঘড়ি তদন্ত শুরু করে প্রশাসন। এরপরই আচমকা উধাও হয়ে যান আসুরা।তারপর আজ ফিরেই বয়ান বদল। তাঁর এই ভোলবদলের দিকটিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































