মার্চে একদিনের রাজ্য সফরে অমিত

0
3

মার্চের প্রথম সপ্তাহেই কলকাতায় আসছেন অমিত শাহ। একদিনের রাজ্য সফর। সভা ও র‍্যালি করার পরিকল্পনা রয়েছে দলের। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার জানান, আজ ও কাল দলের বৈঠক রয়েছে। সেই বৈঠকে অমিত শাহ কবে আসবেন সে নিয়ে দিন স্থির করা হবে। সিএএ নিয়ে দলের প্রচারের অভিমুখ ঠিক করা, সেই সঙ্গে দলের কর্মীদের সঙ্গে বৈঠক আসল উদ্দেশ্য। তবে এর আগে যেহেতু তিনি র‍্যালি করেছেন, তাই এবার জনসভার দিকেই নজর দিতে চাইছেন দলীয় নেতৃত্ব। পুরসভা ভোটের আগে দল কোন কোন ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেই বিষয়টিও অমিতের রাজ্য সফরে ঠিক হবে।