পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আমন্ত্রণপত্রে রাজ্যপালের নাম কোথায়?

0
2

ফের বিশ্ববিদ্যালয়ের সমবর্তন ঘিরে ক্ষুব্ধ রাজ্যপাল। এবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সেখানকার সমাবর্তনের আমন্ত্রণপত্রে নেই রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের নাম। আর তাতেই ক্ষুব্ধ আচার্য। বুধবার সকালে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। অনুষ্ঠানের জন্য অতিথি আমন্ত্রণের কাজ প্রায় শেষ। আমন্ত্রণপত্রে নাম রয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক মন্ত্রীর। কিন্তু সেখানে নাম নেই আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বুধবার তা নিয়েই টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘‘কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন। অথচ আচার্য হওয়া সত্ত্বেও আমি সমাবর্তনের কথা জানি না। এ আমরা কোথায় আছি?’’
নিয়মানুযায়ী, কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে আচার্য তথা রাজ্যপালের সম্মতি নিতে হয়। এক্ষেত্রে অনুমতি তো দূরের কথা, আমন্ত্রণপত্রেও নেই জগদীপ ধনকড়ের নাম। তাতেই বিরক্ত তিনি। এর আগে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও আচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিক্ষোভ সামাল দিতে কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ রাজ্যপালের। এরপর উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডাকেন জগদীপ ধনকড়। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না কেউই। রাজনৈতিক মহলের একাংশের মতে কোচবিহারের বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা রাজ্যপালের ‘না পাওয়া’ তালিকা আরও বড় করল।