গত ৩ বছরে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী যে সব প্রকল্পের উদ্বোধন করেছেন, বর্তমানে তার কী হাল? কতটা কাজ হয়েছে? জেলাশাসকদের কাছে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে নির্দিষ্ট ফরম্যাটে লিখিতভাবে রিপোর্ট পাঠানোর নির্দেশিকা পাঠানো হয়েছে। চলতি মাসেই রিপোর্ট পাঠাতে হবে। সামনেই রাজ্য জুড়ে পুরসভার ভোট। সেই দিকে তাকিয়ে উন্নয়নের তালিকা তৈরি করে পুস্তিকা আকারে প্রকাশ করে প্রচার করা হবে বলে নবান্ন সূত্রে খবর।






























































































































