বেকারদের কর্মসংস্থান সহ বন্ধ চা বাগান খোলা ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার ডিওয়াইএফআই-এর উত্তরকন্যা অভিযানের ডাক দেয়। সেই মিছিল ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি শহর। বুধবার, শিলিগুড়ির বর্ধমান রোড দিয়ে মিছিল উত্তরকন্যার দিকে যাচ্ছিল। কিন্তু তিনবাত্তি অঞ্চলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই-এর কর্মীদের ধস্তাধস্তি বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। যদিও তাকে তোয়াক্কা না করেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। পরে ব়্যাফ নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ডিওয়াইএফআই-এর কর্মীরা রাস্তাতেই বসে বিক্ষোভ দেখান। কিছুক্ষণ পরে অবস্থান তুলে নেওয়া হয়। এক ডিওয়াইএফআই আহত হয়েছেন বলে সূত্রের খবর। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছে বাম যুব সংগঠন।
 
 
আরও পড়ুন-ডেন্টাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কটা আসন টিএমসিপি-র?





























































































































