শ্রাদ্ধে যেতে পারেননি, প্যারোলে গিয়ে কাকার স্মরণসভা করলেন মাওবাদী নেতা শচীন

0
4

নথির ফাঁসে সময়মতো আসতে পারেননি। সেই কারণেই কাকার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে পারেননি জেলবন্দি মাওবাদী নেতা শচীন ঘোষাল। এক দিনের ছুটিতে বাড়ি গিয়ে স্মরণ সভা করলেন তিনি।

গত মাসে মারা যান শচীনের কাকা রামগোপাল ঘোষাল। তাঁর শ্রাদ্ধে যাওয়ার জন্য আবেদন করেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগার বন্দি শচীন। 3 দিনের প্যারোল মঞ্জুর করে আদালত। সেইমতো জানুয়ারি মাসের 17 থেকে 19 তারিখ বাড়িতে থাকার কথা ছিল মাওবাদী নেতা শচীন ঘোষালের। কিন্তু নথি চালাচালিতে দেরি হয়ে যায়। ফলে সে যাত্রায় আর বাড়ি যেতে পারেননি তিনি।

এরপর আবেদন করলে একদিনের প্যারোল পান তিনি। তারপরেই একদিনের জন্য বুধবার বাড়ি গিয়ে কাকা রামগোপাল ঘোষালের স্মরণসভা করলেন মাওবাদী নেতা।