বেনজির নির্দেশ হাইকোর্টের, মামলার শুনানির সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে

0
3

অন্য ধর্মের যুবককে বিয়ে করেছেন । এর ফলে প্রায় একঘরে করে দেওয়া হয়েছে পার্সি মহিলাকে । অভিযোগ, তাঁর সন্তানদের ঢুকতে দেওয়া হচ্ছে না উপাসনা গৃহে। পার্সি সংগঠনের তরফে এই মামলার সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির রায় দিল কলকাতা হাই কোর্ট। বুধবার হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, মামলার শুনানির সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে।
ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। এক পার্সি মহিলা অন্য ধর্মের যুবককে বিয়ে করেন। সন্তানও রয়েছে তাঁদের। মহিলার অভিযোগ, ভিন ধর্মের যুবককে বিয়ে করায় তাঁর সন্তানদের ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তিনি দাবি করেন, এই মামলার শুনানির সরাসরি সম্প্রচার করতে হবে। তবে পার্সি মহিলার দাবিতে আমল দেয়নি কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। খারিজ করে দেওয়া হয় মামলা। এরপর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।