৩বছর পর ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে রাজ্যে। প্রেসিডেন্সি ও যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই নির্বাচন হয়েছে। এবার ছাত্র সংসদ নির্বাচন ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজে। ১৪টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি আসনে জয়ী তৃণমূল ছাত্র পরিষদ। ভোট হচ্ছে ৪টি আসনে। ক্যাম্পাসের মধ্যে ক্যাম্প করেছে ডিএসও এবং এসএফআই। বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বিঘ্নেই ভোট গ্রহণ হয় বলে কলেজ সূত্রে খবর।