কেন্দ্রের অসৌজন্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রিতই নন মুখ্যমন্ত্রী

0
4

ফের সৌজন্যতার নজির কেন্দ্রীয় সরকারের ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণই জানানো হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু হচ্ছে সেই নতুন রুট। উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু আমন্ত্রণপত্রে কোথাও নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানায়নি রেল মন্ত্রক। তবে আমন্ত্রণ জানানো হয়েছে 3 তৃণমূল নেতানেত্রীকে। আমন্ত্রণপত্রে নাম রয়েছে দমকলমন্ত্রী সুজিত বস, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর।

এই বিষয়ে অবশ্য রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই পরিস্থিতিতে এই তিন তৃণমূল নেতা-মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না? সে প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতিবারই।