দিল্লি বিধানসভা ভোটে শুধু গোল্লা পাওয়াই নয়, 63 আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীদের। রাহুল গান্ধীর প্রচার করা কেন্দ্রগুলিতেও জামানত খোয়া গেছে কংগ্রেসের। এরপরেই শুরু পারস্পরিক দোষারোপ ও পদত্যাগের হিড়িক। পদত্যাগ করেছেন দিল্লি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা পি সি চাকো ও প্রদেশ কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া। দুজনের পদত্যাগপত্রই গ্রহণ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দিল্লি কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শক্তি সিং গোহেলকে। এদিকে রাজ্য ইউনিটের উপর দোষ চাপিয়ে গান্ধী পরিবারকে হারের দায় থেকে বাঁচাতে মাঠে নেমেছেন অভিষেক মনু সিংভির মত কিছু নেতা।