কংগ্রেস নিজেরা না নেমে জিতিয়ে দিল আপকে?

0
4

দিল্লিতে জল্পনা তুঙ্গে। কংগ্রেস সেভাবে নামেনি। নামলে কিছু ভোট কাটত। তাতে বিজেপির সুবিধে হত। কংগ্রেস নিজেরা শুধু কাগজেকলমে ছিল। ভোটে নামে নি। সেজন্য এই ঘরানার সব ভোট গেছে আপে। আপ জিতে গেছে। তবে এই তত্ত্বের উল্টোমতও আছে। কংগ্রেস এতটাই দুর্বল যে তাদের জেতার ক্ষমতা নেই। জেতানোরও ক্ষমতা নেই।

আরও পড়ুন-এবার সিএএ প্রত্যাহার করুক কেন্দ্র: মমতা