শারীরিক সমস্যায় জেরবার ফুটবলের কিংবদন্তি পেলে। এক সময়ে মাঠে দাপিয়ে বেড়ানো ব্রাজিলীয় তারকা বর্তমানে স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। তাই হতাশা গ্রাস করেছে তাঁকে। এমনকি বাড়ি থেকে বেরনোও প্রায় বন্ধ করে দিয়েছেন। একটি সাক্ষাত্কারে এমনই দাবি করেছেন পেলের পুত্র।তার ছেলে এডিনহো জানিয়েছেন, অসুস্থ ফুটবল সম্রাট পেলে। অসুস্থতার জেরে একেবারেই হাঁটাচলা করতে পারেন না তিনি।বাড়ির বাইরেও সেভাবে যান না। তাই অবসাদ গ্রাস করেছে তাকে। ফলে সব সময় হতাশায় ডুবে থাকেন তিনি।
গতবছর এপ্রিলে প্যারিসে একটি অনুষ্ঠানে শেষবার দেখা গিয়েছিল পেলেকে। কিন্তু শরীর খারাপ হওয়ায় অনুষ্ঠান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে। হিপ অপারেশনের পর ওয়াকারই এখন ভরসা পেলের।
নানা শারীরিক সমস্যার কারণে অনেকবার হাসপাতাল যেতে হয়েছে পেলেকে। এডিনহোর কথায়, ‘ক’দিন আগেও তাঁকে হুইলচেয়ারেই থাকতে হত। তার থেকে এখন একটু ভালো আছেন। তবু তিনি এখনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।’ গত বছর এপ্রিলে ফরাসি স্টার কিলিয়ান এমবাপের হয়ে প্রচারের জন্য প্যারিসে গিয়েছিলেন তিনি। কিন্তু তার কিছুদিন পরই কিডনির সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ২০১৪ সালে মূত্রথলিতে গুরুতর সংক্রমণ নিয়ে ইনটেনসিভ কেরায়ে ভর্তি ছিলেন তিনি। তাঁকে ডায়ালিসিস করাতে হয়।১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ – পেলেই একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জয়ের সাক্ষী থেকেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.