আইসিডিএস-এ শিশুর খাবারে মরা টিকটিকি, এলাকায় বিক্ষোভ

0
2

এবার বদক্ষিণ ২৪ পরগনার পাওয়ার গ্রিড এলাকার টোনা উড়িয়াপাড়ায় আইসিডিএস-এর রান্না খিচুড়িতে মিলল মরা টিকটিকি। ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার সকালে। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

এদিন সকালে ওই আইসিডিএস কেন্দ্রে তিন বছরের এক শিশুর খাবারে মরা টিকটিকির দেখা মেলে। এই নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ওই কেন্দ্রের কর্মী সাহিদা খাতুন জানিয়েছেন, রান্নার জন্য সঠিক পরিকাঠামো এবং ঘর তাঁদের নেই। তবে কী ভাবে এই ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হবে।