হারল ঘৃণার রাজনীতি: ইয়েচুরি

0
4

বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতিকে হারিয়ে দিয়েছেন দিল্লির মানুষ। আপের দিল্লি-জয় প্রমাণ করল ধর্মীয় মেরুকরণের ঘৃণ্য চক্রান্ত ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। ‘গোলি মারো’ রাজনীতিকে হারিয়ে দিয়েছে দিল্লি। আপের এই জয় বিজেপি বিরোধী আন্দোলনকে উৎসাহিত করবে। প্রতিক্রিয়া সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।

আরও পড়ুন-অখিলেশ বললেন, উন্নয়নের মডেলই জিতল