পাঁচ বছরে সবচেয়ে খারাপ সময়। তিনটি ওয়ান ডে ম্যাচে মোট রান ৭৫। তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। কারণ, সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া। মাউন্ট মাউঙ্গানুইতে তাই খোলা মনে খেলতে নেমে বড় ইনিংস গড়ার কথা ভেবেছিলেন সকলেই। কিন্তু প্রথম ম্যাচে ৫১-র পর দ্বিতীয় ম্যাচে ১৫ ও তৃতীয় ম্যাচে ৯। মোট ৭৫, গড় ২৫। সাম্প্রতিক অতীতে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে ২০১৫ সালে বিরাটের এমন হাল হয়েছিল। সেবার তিন ম্যাচে বিরাটের সংগ্রহ ছিল ৪৯।