দিল্লি ভোটের বুথ সমীক্ষা একের পর এক যখন জানাচ্ছে AAP- এর ক্ষমতায় ফেরা নিশ্চিত, তখনই টুইট করে দিল্লি বিজেপির সভাপতি মনোজ তেওয়ারি বলেছিলেন,”এই সব সমীক্ষা ভুল৷ দিল্লিতে বিজেপি কমপক্ষে ৪৯ আসন নিয়ে ক্ষমতায় ফিরছে”৷
এখানেই শেষ নয়, মনোজ তেওয়ারি আর একটি টুইটে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “এই টুইট সেভ করে রাখুন৷ চুড়ান্তফল প্রকাশের পর আমার কথা মিলিয়ে নেবেন”৷
মঙ্গলবার দিল্লির গণনা যখন সবে শুরু হয়েছে, তখনও এই নেতাদাপটের সঙ্গে দাবি করেছিলেন, “বিজেপি ৫০-এর বেশি আসন পেতে চলেছে”৷
ওদিকে গণনা যত এগোচ্ছে, ততই পেছিয়ে পড়ছে মোদি-শাহের দল৷ দিল্লির বিজেপি দফতরের সামনে ফ্লেক্স ঝুলিয়ে জানানো হয়েছে, “আমরা পরাজয়ে হতাশ হই না”৷
এসব দেখে এবং শুনে সম্বিত ফিরেছে ভোজপুরি গায়ক মনোজ তেওয়ারির৷ রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকায় এবং মোদি-শাহের ‘ভাষন’ শুনে উৎসাহিত মনোজ প্রথমে এসব বললেও এখন বুঝেছে, দিল্লি ছুঁড়ে ফেলেছে বিজেপিকে৷ একটু দেরিতে হলেও মনোজ তাই বলেই ফেললেন, ” বিজেপি এবং AAP-এর মধ্যে ফারাক স্পষ্ট হচ্ছে৷ দলের ফল খারাপ হলে, সেই দায় দলের সভাপতি হিসাবে আমার”৷
এদিকে, বিজেপির অন্দরের খবর, দল হেরে গেলেই মনোজ তেওয়ারিকে পদ থেকে সরানো এক রকম নিশ্চিত৷ তাঁকে ইস্তফা দিতে প্রথমে বলা হবে৷ না দিলে অপসারন করা হবে৷
আরও পড়ুন-দিল্লির ভোট : মোদি, শাহকে ব্যর্থতা মানতেই হবে, কুণাল ঘোষের কলম