দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয় নিশ্চিত হতেই রাজধানীবাসীকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দিল্লিবাসীকে অভিনন্দন জানাই, বিজেপির ঘৃণ্য রাজনীতির পরেও সেখানে জয় হয়েছে।” দিল্লির জয় নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, বিজেপি তার সর্বস্ব দিয়েছিল দিল্লিতে জেতার জন্য। কিন্তু সেখানে জিততে পারেনি। যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই বিজেপির হার অব্যাহত। মানুষ এই ঘৃণ্য রাজনীতি পছন্দ করছে না। মানুষ উন্নয়ন চায়। রাজনীতি হোক উন্নয়ন, শান্তির জন্য।
আরও পড়ুন-হার মেনে নিয়ে অবশেষে ‘পাল্টি’ খেলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি