আবার রাহুল, শ্রেয়স অসাধারণ, কিউইদের টার্গেট ২৯৭

0
3

সিরিজ হেরে গিয়ে আজ সম্মান রক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডে কোহলি ব্রিগেড। প্রথমে ব্যাট করে টিম কোহলি করেছে ৭উইকেটে ২৯৬। অর্থাৎ কিউইদের টার্গেট ২৯৭। এদিন চোট ফিরিয়ে দলে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন। তৃতীয় ম্যাচেও ব্যর্থ মায়াঙ্ক (১)। ভাল খেলছিলেন পৃথ্বী। কিন্তু রান আউট হলেন ৪০ রানে। আবার ব্যর্থ কোহলি (৯)। তবে চার নম্বরে নেমে আবার স্বপ্নের ফর্মে রাহুল। ১১৩ বলে ১১২ রান করে দলকে টানলেন। সঙ্গে যোগ্য সঙ্গত শ্রেয়সের ৬৩ বলে ৬২ রান। শ্রেয়স আউট হওয়ার পর মণীশ পাণ্ডে ৪৮ বলে ৪২ রান করে দলকে প্রায় ৩০০-র কাছাকাছি নিয়ে যাওয়া। শেষ দিকে জাদেজা ৮, শার্দুল ৭ ও সাইনি কিরেন ৮ রান। দেখার বিষয় বোলাররা শেষ ম্যাচ জিতে কোহলিরা সম্মান উদ্ধার করতে পারেন কিনা।

আরও পড়ুন-ছোটদের বিশ্বকাপে মাঠে মারামারি, ৫ ক্রিকেটারের শাস্তি