বাঙালি মহল্লায় ঢালাও ভোট পেল আপ

0
3

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দিল্লিবাসী বাঙালি ভোটারদের কাছে আমআদমি পার্টিকে জেতানোর ডাক দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবেদন জানিয়েছিলেন, তৃণমূল সোশ্যাল মিডিয়াতেও প্রচার করেছিল। অবশেষে দেখা গেল দিল্লির চিত্তরঞ্জন পার্ক, গ্রেটার কৈলাসের বাঙালি মহল্লাগুলোয় ঢালাও ভোট পেয়েছে আপ। নিশ্চিতভাবেই আপের সমর্থনে এই বাঙালি ভোট বিজেপির পক্ষে ইঙ্গিতবহ। বিশেষত বাংলাকে যখন 2021-এ পাখির চোখ করেছে তারা। প্রবাসী বাঙালিরা আপের উন্নয়ন মডেলকে একদিকে সমর্থন করে বিজেপির হিন্দুত্বের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। শাহিনবাগ বা সিএএ-র পক্ষে প্রচারও কাজে আসেনি। প্রবাসী বাঙালিদের আপকে সমর্থনে তাই স্বস্তিতে তৃণমূলও।