জয়ের পর প্রথম ভাষণ। অরবিন্দ কেজরিওয়াল শ্লোগান তুললেন, ভারত মাতা কী জয়। ইনকিলাব জিন্দাবাদ। বন্দেমাতরম। পরে বক্তৃতার মাঝে বললেন, আজ মঙ্গলবার। হনুমানজির দিন। বজরংবলী আজ জয় দিয়ে আশীর্বাদ করেছেন। বস্তুত কেজরি যেভাবে ভারত মাতা কি জয় বলে ঝড় তুলেছেন, তাতে ধাক্কাটা গেছে বিজেপির দিকেই। যেন প্রকৃত হিন্দুত্ব বা প্রকৃত দেশপ্রেম কী, সেটাই তাদের শিখিয়ে দিলেন কেজরি।