অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীকে উন্নয়নের যে দিশা দেখিয়েছেন তারই জয় হয়েছে দিল্লির ভোটে। আপের জয়ে প্রতিক্রিয়া সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। তিনি বলেন, বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছেন। আগামীদিন গোটা ভারতেই তা দেখা যাবে। মানুষ বুঝিয়ে দিয়েছেন, উন্নয়নই তাঁদের একমাত্র অগ্রাধিকার। সরকারের কাছে প্রত্যাশা সেটাই।