যে হারে বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়াচ্ছে তাতে উদ্বিগ্ন ‘হু’

0
1

চিনে মারণ রোগ করোনাভাইরাসে একদিনে ১০০ জনের মৃত্যু প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌ জানিয়েছে যে এই পরিসংখ্যান কিছুই না। বাস্তব পরিস্থিতি এর থেকেও অনেক বেশি ভয়াবহ । যদিও চিনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভাইরাসে মৃতের সংখ্যা ২০০২–০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্সকেও ছাড়িয়ে গিয়েছে। সে সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২৪টিরও বেশি দেশে মোট ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল । আক্রান্ত হয়েছিলেন প্রায় ৯ হাজার জন।

এখনও পর্যন্ত চিনে নোভেল করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৯০৮ জনের ।চিনে নতুন করে এই রোগের মৃত্যু নিয়ে হু প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াসাস বলেছেন, ‘‌মানুষের মাধ্যমে করোনাভাইরাস বিদেশে ছড়িয়ে পড়ার কিছু ঘটনা ঘটেছে। তবে তার সঠিক সংখ্যা শনাক্তকরণের পরই বলা যাবে।