বিভাজনের রাজনীতি করছে কেন্দ্র, বাজেট বক্তৃতায় অমিত

0
3
ফাইল চিত্র

রাজ্য বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রের আর্থিক দৈনতাকে তুলোধনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একদিকে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী যেমন গণতন্ত্রের কন্ঠরোধ করার জন্য কেন্দ্রকে দোষারোপ করেছেন, সেইসঙ্গে কেন্দ্রের অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরে বলেছেন, দেশে বেকারত্ব ৪৫ বছরে সবচেয়ে করুণ অবস্থায় এসে দাঁড়িয়েছে, আর রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। দেশের জিডিপির চাইতে রাজ্যের জিডিপি দ্বিগুণ। শুধু তাই নয় অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে তুলে আনেন নানা সামাজিক অভিযোগ।কখনও তিনি বলেছেন, দেশ আজ চরম বিপদের মধ্যে আছে। আবার কখনও বলেছেন, দেশকে ভাগ করার চক্রান্ত হচ্ছে। আবার কখনও বঞ্চনার অভিযোগ তুলে বলেছেন, এত বিমাতৃসুলভ আচরণ, তবু রাজ্য একের পর এক সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে এসেছে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার সময় বিভিন্ন খাতে যা ব্যয় বরাদ্দ ছিল, ১০ বছরে তা বেড়ে দ্বিগুণ বা তিন গুণ হয়েছে। বাজেটের মূল সুর আসলে সাংবাদিক সম্মেলনে বেধে দেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের বাজেট সবসময়ই জনমুখী।

আরও পড়ুন-আগে নাগরিক স্বীকৃতি, তারপর ট্যাক্স! আয়কর ভবনের সামনে বিক্ষোভ