CAA-NPR নিয়ে কেন্দ্রের নিয়ম মানার পরামর্শ ধনকড়ের! রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

0
2

চলতি বছরের পয়লা এপ্রিল থেকে রাজ্যে চালু হওয়া এনপিআর প্রক্রিয়া প্রত্যাহারের দাবি জানিয়ে আজ, সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে চিঠি দিল নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চ বা জয়েন্ট ফোরাম।

তাদের দাবি, কোনওভাবেই এ রাজ্যে এনআরসি, সিএএ এবং এনপিআর করা চলবে না। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন জয়েন্ট ফোরামের নেতৃত্বে থাকা প্রসেনজিৎ বোস। চিঠির পরিপ্রেক্ষতে রাজ্যপাল তাঁদের লিখিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন প্রসেনজিৎবাবু।

এদিকে, জানা গিয়েছে জয়েন্ট ফোরামকে আপাতত কেন্দ্রের নিয়ম মানারই পরামর্শ দিয়েছেন ধনকড়। যার ফলে ফের রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন-৫০ হাজার কোটির বঞ্চনা, বাজেট পেশ করেই জানালেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী