তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মানুষের উপর অত্যাচার হলে এফআইআর দায়ের করার আগে তদন্তের প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট এক রায়ে সোমবার এ কথা জানিয়ে দিল। ফলে ২০১৮ সালের তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (অত্যাচারীর প্রতিরোধী) আইনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে এই ধরণের বঞ্চনা রুখতে সংবিধান সংশোধিত হয়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে বিনা তদন্তে নিতে হবে এফআইআর। আগে অভিযুক্তদের আগাম জামিনের কোনও সুযোগ ছিল না। তবে নতুন রায়ে বিচারপতিরা জানিয়েছেন, ব্যতিক্রমী পরিস্থিতিতে আদালত এফআইআর বাতিল করতে পারবে। বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বিনীত শরন ও বিচারপতি রবীন্দ্র ভট্টের বেঞ্চ এই রায় দিলেও বিচারপতি বিনীত শরন ও বিচারপতি অরুণ মিশ্রের সঙ্গে একমত হতে পারেননি বিচারপতি রবীন্দ্র ভট্ট। তিনি বলেন, ব্যতিক্রমী ক্ষেত্রে আগাম জামিনও দেওয়া উচিত। নইলে বিচারের গর্ভপাতও হবে। তবে সংখ্যা গরিষ্ঠতায় পাশ হয় বিনা তদন্তে এফআইআর ও জামিন না মঞ্জুরের রায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































