ভোটের দিকে তাকিয়ে রাজ্য বাজেট। সাফ বললেন সিপিএম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ভোটের দিকে তাকিয়ে এই বাজেট। রাজ্য কল্পতরু হয়ে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। রাজ্যবাসীর সঙ্গে তঞ্চকতা করা হয়েছে।
বাজেট বলছে বিভিন্ন প্রকল্পের জন্য ৮০ হাজার কোটি টাকা ঋণের কথা। বছর শেষে রাজ্যের ঋণের পরিমাণ হবে ৪ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা। কেন এই বিপুল সংখ্যক ঋণের বাকি টাকা নেওয়া হল? রাজ্যকে উত্তর দিতে হবে। ৮-৯ বছরে রাজ্যের যা শেষ হওয়ার শেষ হয়ে গিয়েছে। সুজন আরও বলেন, কর্মসংস্থানের জায়গা কোথায়? রাজ্যে কাজ নেই। সকলে ভিন রাজ্যে যাচ্ছে। আর এই সরকার চলছে শুধু করের উপর নির্ভর করে। মদ, বিদ্যুৎ আর গাড়ির কেস খাইয়ে টাকা তুলছে রাজ্য। রাজ্য কেন জানাবে না বার্ধক্যভাতা এখনও ৭৫০ টাকা?
আরও পড়ুন-এসএসকেএম হাসপাতালে দেহদান করা হল বর্ষীয়ান সিপিএম নেতার