রোনাল্ডোর ১২০ কেজি ওজনের চকোলেট মূর্তি!

0
1

চকোলেট দিবসের বিশেষ  দিনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ফ্যান পর্তুগিজ মূর্তি নির্মাণকারী জর্জ করডোসা সম্প্রতি রোনাল্ডোর একটি চকোলেটের মূর্তি তৈরি করেছেন।
পুরো চকোলেটের তৈরি মূর্তিটা করতে সময় লেগেছে মোট ২০০ ঘন্টা। পর্তুগিজ তারকার বড় ফ্যান এভাবেই তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

মোট ১২০ কেজি চকোলেট দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই মূর্তিটা তৈরি করেছেন জর্জ। মূর্তিটির উচ্চতা ১.৮৭ মিটার। ১২০ কেজি ওজনের চকোলেট রোনাল্ডোর গায়ে রয়েছে পর্তুগালের জার্সি। আর জার্সির ঠিক মাঝখানে রয়েছে সাত নম্বর ব্যাজ।

তার চুলের স্টাইল, থেকে হাসি, জুতো সমস্তটাই নিখুঁত ভাবে চকোলেটের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই শিল্পী।