চাকরি ও পদোন্নতিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয়: সুপ্রিম কোর্ট

0
9

আরও একটি যুগান্তকারী রায় দিল শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালত জানায়, সরকারি চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের দাবি মৌলিক অধিকার নয়। এটা সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত। কোনও আদালত রায় দিয়ে এই বিষয়ে রাজ্য সরকারকে বাধ্য করতে পারে না বলে রায়ে জানিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিডিশন বেঞ্চ।

উত্তরাখণ্ডের বিজেপি সরকার পূর্ত দফতরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পদোন্নতির ক্ষেত্রে তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষণের বিষয়টি নিয়ে মামলার শুনানিতে এই রায় দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলে, কোনও আদালতই কোনও রাজ্য সরকারকে চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণ রাখার নির্দেশ দিতে পরে না। বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি নাগেশ্বর রাও রায়ে জানান, সংরক্ষণ দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সংশ্লিষ্ট রাজ্য সরকারের সিদ্ধান্ত। এটা করতে তারা বাধ্য নয়। সংরক্ষণ প্রয়োজন কি না অথবা কাদের দেওয়া হবে সেটাও রাজ্য সরকারই ঠিক করবে। তবে একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, কোন কোন চাকরিক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতির প্রতিনিধিত্ব নেই সেটা পর্যবেক্ষণ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন-প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীকে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী