ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলছে মধ্য কলকাতার তালতলার একটি তিন তলার গুদাম প্লাইউড গুদামে। এদিন রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে সেখানে। ৪০ মিনিটের মধ্যেই আগুন গোটা বাড়িকে গ্রাস করে ফেলেছে। গুদামের ভিতরে দাহ্য পদার্থ থাকায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত।
ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২০টি ইঞ্জিন। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। এমনকী, গুদাম ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে।
তবে কিছুটা ভালো খবর, এই গুদামের ভিতরে কেউ আটকে নেই। যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককেই বের করে নিরাপদে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি নিজে তদারকি করছেন।





























































































































