প্যান ও আধার লিঙ্ক না করানোয় দেশের প্রায় ১৭ কোটি প্যান কার্ড বাতিলের মুখে। লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ৩০ কোটি ৭৫ লক্ষ প্যান কার্ড আধারের সঙ্গে যুক্ত করা হলেও প্রায় ১৭ কোটি করা হয়নি। এ নিয়ে সরকারের অবস্থান লোকসভায় অনুরাগ না জানালেও জানা গিয়েছে এগুলি বাতিলই হবে। এ ব্যাপারে শেষ সময়সীমা ৩১মার্চ, ২০২০। তবে এর মধ্যে বাকিদের সংযুক্তির অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। যাঁরা তা করতে চান, তাঁরা incometaxindiaefiling.gov.in এই ওয়েব সাইটে গিয়ে link Aadhaar -এ ক্লিক করুন। সেখানে প্যান আর আধার নম্বর দিন এরপর profile setting এ গিয়ে লিঙ্ক আধারে ক্লিক করুন। পরের পেজে গেলেই মেসেজ পাবেন।































































































































