ফি বৃদ্ধি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন সাউথ পয়েন্টের অভিভাবকরা

0
3

অস্বাভাবিক ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আজ, রবিবার সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হতে চলেছেন। এদিন হাজরা থেকে ছোট্ট একটি মিছিল করে তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাবেন। সেখানে গিয়ে অভিভাবদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চান বলে জানিয়েছেন।

যদিও আগে থেকে এমন কর্মসূচির কথা জানা নেই মুখ্যমন্ত্রীর। তাই মুখ্যমন্ত্রীর তরফের আদৌ অভিভাবকদের সঙ্গে দেখা করা হবে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে বছরের ২৩ শতাংশ ফি বৃদ্ধি করেছে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। যা নজিরবিহীন। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবক প্রতিনিধিদের একটি আলোচনাও হয়েছিল। কিন্তু নিজেদের জায়গায় অনড় স্কুল কর্তৃপক্ষ। তাই বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন সাউথ পয়েন্টের অভিভাবকরা।