আজ বইমেলার দশমী। মেঘ-বৃষ্টি-বিক্ষোভ-আন্দোলন সরিয়ে রেখে এবারের বইমেলা বেশ জমজমাট। ইচ্ছে ছিল তাঁর ‘ ‘বেশ করেছি গান করেছি’ বইটির জন্য উপস্থিত থাকবেন ‘মিত্র ও ঘোষ’-এর স্টলে। কিন্তু মাঝ পথে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে আপাতত গৃহবন্দি ‘ভূমি’র সৌমিত্র রায়, যিনি এই বইয়ের লেখক। এই বইটি ছাড়াও তাঁর আরেকটি ইংরেজি বই, ‘মিস্টার আদিবাসী’ হয়েছে এবারের মেলায়। কিন্তু নিজে উপস্থিত থেকে সে বই তুলে দেওয়া বা প্রথম পাতায় নিজের আঁচড় কাটার ইচ্ছে পূরণ করতে পারছেন না লেখক। হাঁটুতে অস্ত্রোপচারের পরে আপাতত তিনি গৃহবন্দি। ভেঙেছে পাঁজরের দুটি হাড়ও। তবে, তিনি পাঠকদের মুখোমুখি হতে না পারলেও, বই বিক্রি ভালোই হয়েছে।
বিশেষ করে ‘বেশ করেছি গান করেছি’ ‘বেস্ট সেলার’ বলে জানালেন ‘মিত্র ও ঘোষ’-র অন্যতম কর্ণধার ইন্দ্রাণী রায়। তবে সৌমিত্র নিজে 231 নম্বর স্টলে উপস্থিত থাকতে পারলে, বইমেলার মধ্যেই দ্বিতীয় সংস্করণ ছাপতে হত বলে মত ইন্দ্রাণীর। আর সেই সাফল্যের কথা বাড়িতে বসেই উপভোগ করছে সৌমিত্র। শেষ দিনে সৌমিত্র রায়ের বই দুটি ভালো বিক্রি হবে বলে আশাবাদী প্রকাশক।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.