সিএএ-বিরোধী প্রস্তাব পাশ করল পুরসভা

0
3

এবার রাজ্য সরকার নয়, সিএএ বিরোধী প্রস্তাব পাশ করল পুরসভা। শনিবার দেশের প্রথম পুরসভা হিসাবে সিএএ বিরোধী প্রস্তাব পাশ করল গ্রেটার হায়দরাবাদ পুর নিগম।
শনিবার পৌরসভার ১৫ তম বিশেষ বৈঠকে ২০২০-২১ বাজেটের খসড়া উত্থাপন করা হয়। ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পুনর্বিবেচনাও করা হয়। ওই বৈঠকেই পাশ করানো হয় নয়া নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবও। এর আগে একাধিক রাজ্য বিধানসভায় পাশ হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। কিন্তু দেশের মধ্যে প্রথম গ্রেটার হায়দরাবাদ পুর নিগম সিএএ বিরোধী প্রস্তাব পাশ করে নজীর গড়েছে। কেরল প্রথম রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করায়। সিএএ-র বিরোধিতায় শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছে কেরল সরকার। এরপর পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গের মতো অবিজেপি রাজ্য বিধানসভায় পাশ হয় সিএএ বিরোধী প্রস্তাব।
প্রসঙ্গত, তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরও সিএএ-র বিরুদ্ধে সরব হয়েছেন। কেন্দ্রের এই পদক্ষেপকে দেশের পক্ষে বিপজ্জনক বলে ব্যাখ্যা করেন তিনি। তিনি জানান, এই আইন নিয়ে অধিকাংশ মানুষের বিরূপ মনোভাব রয়েছে, ফলে পর্যালোচনা করা উচিৎ। যদিও তেলেঙ্গনা সরকার বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করেনি।