আবার পাক হানা। নিয়ন্ত্রণ রেখা বরাবর সঙ্ঘর্ষ বিরোধী চুক্তি উপেক্ষা করে ফের শেল, মর্টার ছুড়তে শুরু করে পাকিস্তান। রবিবার সকাল থেকে এই ঘটনা শুরু হয়েছে। পাক সেনার গুলিতে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ৪জওয়ান। শহিদ জওয়ান ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন। পাল্টা ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। ফলে নিয়ন্ত্রণরেখা জুড়ে চলছে গুলি পাল্টা গুলি। অবস্থা রীতিমিতো তপ্ত।































































































































