বিশ্বচ্যাম্পিয়ানশিপের লড়াইয়ে নামল ভারত-বাংলাদেশ। পচফুস্ট্রমে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় সরিফুলরা। যশস্বী আর সাক্সেনা নেমেছেন ওপেন করতে। বাংলাদেশের দুই ফাস্ট বোলার সরিফুল আর সাকিব দুরন্ত বোলিং করছেন। বাংলাদেশের বোলাররা অত্যধিক চার্জড হয়ে মাঠে নেমেছে। ফলে ব্যাটসম্যানদের কথায় উত্যক্ত করা, ফিরতি বল ছুড়ে ভয় দেখানো সবটাই চলছে। আম্পায়ার সতর্ক করেছেন। ২০০রানের আশপাশে রান করলে লড়াই জোরদার হবে নিশ্চিত।






























































































































