রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নাগরিকত্ব ইস্যুতে দলের লাইন মেনে বলেছিলেন, এই রাজ্যে সিএএ অথবা এনআরসি কিছুই লাগু হবে না। মানুষের স্বার্থে আমরা সিএএ কার্যকর করতে দেব না রাজস্থানে। মুখ্যমন্ত্রী গেহলটের এই দাবিকেই প্রকাশ্যে খারিজ করেছেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। একটি কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্পিকার বলেছেন, সিএএ রাজস্থানেও লাগু হবে। কারণ এটি কেন্দ্রীয় আইন। এই আইন আটকানোর ক্ষমতা কোনও রাজ্য সরকারের নেই। আইন প্রয়োগে বাধা দেওয়াটাই অসাংবিধানিক কাজ। স্পিকার যোশীর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে রাজস্থানের বিরোধী দল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, সিএএ সমর্থনের জন্য যোশীজিকে ধন্যবাদ। তিনি সত্যি কথা বলেছেন। মুখ্যমন্ত্রীকে সংবিধানের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। বেআইনি কথা বলে, ভুলভাল প্রচার করে রাজ্যের মানুষকে বোকা বানাতে চাইছিলেন মুখ্যমন্ত্রী গেহলট। তাঁর দলের স্পিকারই সত্যি কথাটা ফাঁস করে দিয়েছেন।































































































































