কাল যশস্বীদের বিশ্বসেরা হওয়ার স্বপ্নের দৌড়

0
2

কাল, রবিবার অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের ফাইনাল। ভারত বনাম বাংলাদেশ। ফলাফল যাই হোক ছোটদের বিশ্বকাপ যে এই মহাদেশেই থাকছে, সেটা নিশ্চিত। এর আগে চারবার বিশ্বকাপ জেতে ভারত। এবার ব্যাটন প্রিয়ম গর্গের হাতে। লক্ষ্য পঞ্চম বিশ্বকাপ। আর বাংলাদেশের লক্ষ্য প্রথম বিশ্বজয়। ইতিমধ্যে আগাম শুভেচ্ছা ছোটদের জানিয়েছেন পূজারা, রাহানে, ঋদ্ধিমান, বিজয় শঙ্কররা। ২০০৬ -এর অনূর্ধ্ব বিশ্বকাপের সর্বাধিক ৩৪৯ রান ছিল পূজারার।

ফর্মে দুই দল। সকলেই ভাল ক্রিকেট খেলে ফাইনালে। বাংলাদেশ সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারানোর পর পাকিস্তানের বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচ ছিল ভারতের। পাকিস্তানের ১৭২ রান যশস্বীরা কোনও উইকেট না হারিয়েই তুলে নেয়। ফলে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে দুই দলই। পচফুস্ট্রমে কাল শেষ হাসি কার, সেটাই দেখার।