বইমেলার ঝামেলার রেশ থানায়, চুলের মুঠি ধরে পুলিশকে মার!

0
1

বইমেলায় অশান্তি ছড়ালো বিধাননগর থানায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে থানার মধ্যেই মহিলা পুলিশ কর্মীর চুলের মুঠি ধরে মারধর করে অভিযোগকারীরা।

এদিন বইমেলায় দলীয় স্টলে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি আসতেই অভিযোগ নকশালপন্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন। সে নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ সামাল দিলে পরিস্থিতি স্থিতিশীল হলেও অভিযোগকারীরা অভিযোগ জানাতে চলে আসেন বিধাননগর উত্তর থানায়। অভিযোগ, বইমেলায় তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে৷ পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে লিখিত অভিযোগ দিতে যাওয়া হয়। তাঁরা সকলে মিলে অভিযোগ জমা দিতে যান। কিন্তু পুলিশ একসঙ্গে সকলকে ঢুকতে দিতে চায়নি। এমন সময় থানার কাচের দরজা ভাঙা হয়। পুলিশকে আক্রমণ করা হয়। অভিযোগ জানাতে যারা আসেন তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা পুলিশ কর্মীকে বাঁচাতে গিয়ে হিমশিম খান অন্য পুলিশ কর্মীরা। থানায় রাত অবধি উত্তেজনা। আটক করা হয়েছে পুলিশ কর্মীকে প্রহারে অভিযুক্তদের।