করোনাভাইরাসের উৎস কী? তা নিয়ে জল্পনা চলছে। এবার চিনা গবেষকরা তুলে ধরলেন করোনার অন্যতম উৎস। চিনা গবেষকদের একাংশ মনে করছেন, প্যাঙ্গোলিনই মারণ ভাইরাস নোভেল করোনার অন্যতম উৎস।
এই ভাইরাসের উৎস খুঁজতে ভিন্ন প্রজাতির এক হাজার বন্য জন্তুর উপর গবেষণা চালিয়েছেন গবেষকরা। তাঁর মধ্যে ছিল প্যাঙ্গোলিনও। এই প্রাণীর সুস্বাদু মাংস এবং চামড়ার জন্য এশিয়ান দেশগুলিতে খুবই প্রসিদ্ধ। ভারত থেকেও প্যাঙ্গোলিন চিনের বাজারে রফতানি করা হয়। সম্প্রতি এই প্যাঙ্গোলিনের উপর গবেষণা চালিয়ে গবেষকরা দেখেন, জিনোম সিকোয়েন্স প্যাঙ্গোলিনের শরীরে রয়েছে তার সঙ্গে ৯৯শতাংশ মিল রয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেহের সিকোয়েন্সের।
এশিয়ার কালোবাজারে ব্যাপক চাহিদা রয়েছে প্যাঙ্গোলিনের। বিভিন্ন ওষুধ তৈরি করতেও এই প্রাণীটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, গত এক দশকে ১ লক্ষের প্যাঙ্গোলিন এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে পাচার করা হয়েছে। ইতিমধ্যেই এই ভাইরাস মহামারির আকার ধারণ করেছে চিনে। এখনও পর্যন্ত চিনের মৃত্যু হয়েছে ৭০০ জনের। এই ভাইরাসের উৎস জানতে কালঘাম ছুটে যাচ্ছে গবেষকদের। তাতেই উঠে এসেছে এই প্যাঙ্গোলিন তত্ত্ব।
আরও পড়ুন-করোনাভাইরাসে মৃত্যু ৭২৩ ছাড়াল, সার্সের চেয়েও পরিস্থিতি ভয়ঙ্কর






























































































































